Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের ভাঙ্গায় চোরাইভাবে বিক্রয়কালে ৬ বস্তা ওএমএস এর চাল জব্দঃ আটক-২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ২:৪১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬ বস্তা ও,এম,এস এর চাল গোপনে বিক্রয় কালে জব্দ করে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের আলমগীর মোল্লার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানচালক আলমগীর মোল্লা ওরফে কালা ও মওলাদাদ ফরাজীকে আটক করা হয়। এ সময় সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আল আমিন ও স্থানীয় ইউ,িপ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান জানান, হতদরিদ্রদের চাল চোরাইভাবে বিক্রয় হচ্ছে ,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়িটি তল্লাাশি চালিয়ে হাতেনাতে চালের বস্তাগুলো জব্দ করে ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ,পি সদস্য লিটু মোল্লাকে আটক করার চেষ্টা চলছে। এদের বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ