Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের সন্দ্বীপে চাল চুরি ডিলার গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৪:৩০ পিএম

সরকারি চাল চুরির অভিযোগে দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক ডিলারকে গ্রেফতার করা হয়েছে। তার গুদাম থেকে ২২০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে রফিকুল ইসলাম নামে ওই ডিলারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুধবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
রফিকুল ইসলাম খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে সুবিধাভোগী কার্ডধারীদের কাছে চাল বিক্রি করেন। এপ্রিলে ৪৮৭ জন সুবিধাভোগী জন্য খাদ্য অধিদপ্তর থেকে প্রতি কেজি ৮.৫০ টাকা দরে ১৪.৬১০ মেট্রিক টন চাল সংগ্রহ করেন।
কার্ডধারীদের কাছে প্রতিকেজি ১০ টাকা করে ৩০ কেজি করে চাল বিক্রির কথা থাকলেও ৩০ কেজির দাম নিয়ে ২৮ কেজি করে চাউল দিচ্ছিলেন।
খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, রফিকুল ইসলাম মানুষের কাছ থেকে ৩০ কেজি চালের দাম নিয়ে ২৮ কেজি বিক্রি করে ৯৩৮ কেজি খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করেছেন। তার প্রমাণ পাওয়া গেছে।
সন্দ্বীপ উপজেলায় ২৩ জন ডিলারের মাধ্যমে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৯১৯৪ জন সুবিধাভোগীর মাঝে ২৭৫.৮২০ মেট্রিক টন চাউল বিক্রি করা হচ্ছে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ