Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীনদের বড় জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম

করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের ক্ষমতাসীন দল। করোনা মহামারি শুরুর পর এটাই কোনো দেশে প্রথম জাতীয় নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পক্ষত্যাগী একজন শীর্ষ কর্মকর্তা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি হলেন থায়ে ইয়ং-হো। তিনি বৃটেনে উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত ছিলেন। কিন্তু ২০১৬ সালে স্বপক্ষ অর্থাৎ উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে তিনি স্বপরিবারে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন। এবার প্রথমবার তিনি সেখানে পার্লামেন্ট নির্বাচনে এত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ