Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় ডিলারের বিরুদ্ধে ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৩:০২ পিএম

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১০টাকা মুল্যের চাল আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সেলিমের বিরুদ্ধে।

এ ঘটনায় বরাদ্দকৃত চাল না পাওয়া ব্যক্তিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অর্ধশতাধিক নারী-পুরষ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিষয়টি উপজেলা প্রশাসন তদন্ত করে দেখচেন বলে জানা গেছে।

জানাগেছে, এ চাল বিতরণের জন্য স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগ দেয়া হয়। লক্ষ্যারচর ইউনিয়নের ডিলার হিসেবে নিয়োগ পান রেজাউল করিম সেলিম।

এ ইউনিয়নে ২৬৫ জন হতদরিদ্র পরিবার এ কর্মসুচির আওতায় রয়েছে। গত সোমবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এসব লোকজনের মাঝে চাউল বিতরণের সময় ১০ টাকা মুল্যের সুবিধাভোগী ৫৩ জনের কাছ থেকে কার্ড কেড়ে নেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী হারুনর রশীদ অভিযোগ করেন, ২০১৭ সালে আমাকে এ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ওই সালে ২ বার এবং ২০১৮ সালে ১বার চাউল বরাদ্দ পাই। এরপর থেকে আমি আর কোন চাউল বরাদ্দ পাইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল বিতরণে অনিয়ম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ