রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার বিরুদ্ধে ভিজিএফের চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে গত বুধবার সরেজমিন দেখা যায়, ১ ও ২ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। ২ নং ওয়ার্ড কমিশনার হুমায়ুন মুন্সি জানান, আমার ৪৬৫ জন কার্ডহোল্ডারের মাল প্রায় ৫শ’ জনের মধ্যে বিতরণ করা হবে। সে জন্য কিছু কিছু কম দিয়ে সবাইকে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নং ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন বলেন, ৪১৫ জন কার্ডহোল্ডারের জনপ্রতি ২০ কেজি করে বরাদ্দ রয়েছে। মাপে কমবেশি হতে পারে, মাল বিতরণ শেষে অতিরিক্ত মাল থাকলে সেটাও বিতরণ করা হবে। প্যানেল মেয়র অলিউর রহমান হাওলাদার জানান, ওজনে আঠারো কেজি থেকে সাড়ে আঠারো কেজি দেয়া হচ্ছে। কারণ গোডাউন থেকে যে পদ্ধতিতে মাপ দেয়া হয় তাতে মাল কম হয়। সে কারণে রিলিফের মাল সঠিকভাবে বিতরণ করা সম্ভব হয় না। মাল বিতরণকালে পৌরমেয়র এইচ এম অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন না। ভুক্তভোগীরা বলেন, ডিজিটাল মিটার দিয়ে মাপ দেয়ার কথা থাকলেও সেখানে ১০ লিটার পানি মাপার বালতি দিয়ে মাপ দেয়া হয়। তাতে ৮ কেজি করে ২ বালতিতে ১৬ কেজি চাল হবে বলে তারা অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন জানান, ওজনে মাল কম দেয়ার বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।