রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১০ সেপ্টেম্বর আমতলী উপজেলার আঠাড়িগাছিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাট করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অপারেশন জনিত অসুস্থ হয়ে বেড রেস্টে থাকার সুযোগে সচিব ও ইউপি সদস্যরা এই অনিয়ম ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, ২-৫ কেজির বেশি চাল কোনো স্লিøপধারী পায়নি। আবার কোনো কোনো স্লিøপধারী কোনো চালই পায়নি। স্লিøপধারীরা অভিযোগ করে জানান, তারা দূর-দূরান্ত থেকে গাড়িযোগে টাকা-পয়সা খরচ করে ইউপি অফিসে এসে জানতে পারেন প্রতি বস্তা চাল ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করে বিতরণের জন্য অল্প কয়েক বস্তা চাল রেখে দিয়েছেন। ৩ ও ৬ নং ওয়ার্ডের লোকজনকে ২-৩ কেজি চাল দেয়া হয়েছে। ৩ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. জলিল ও সাহিন সাংবাদিকের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।