Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

আমতলীতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১০ সেপ্টেম্বর আমতলী উপজেলার আঠাড়িগাছিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাট করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অপারেশন জনিত অসুস্থ হয়ে বেড রেস্টে থাকার সুযোগে সচিব ও ইউপি সদস্যরা এই অনিয়ম ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, ২-৫ কেজির বেশি চাল কোনো স্লিøপধারী পায়নি। আবার কোনো কোনো স্লিøপধারী কোনো চালই পায়নি। স্লিøপধারীরা অভিযোগ করে জানান, তারা দূর-দূরান্ত থেকে গাড়িযোগে টাকা-পয়সা খরচ করে ইউপি অফিসে এসে জানতে পারেন প্রতি বস্তা চাল ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করে বিতরণের জন্য অল্প কয়েক বস্তা চাল রেখে দিয়েছেন। ৩ ও ৬ নং ওয়ার্ডের লোকজনকে ২-৩ কেজি চাল দেয়া হয়েছে। ৩ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. জলিল ও সাহিন সাংবাদিকের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ