রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় সৈয়দকাঠি ও সলিয়াবাকপুরের পর এবার বাইশারী ইউনিয়নে হতদরিদ্র ভিজিডি কার্ডধারী ও জেলেদের জন্য বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ১১৩ জন জেলের মাঝে ৪০ কেজি চালের স্থলে ২ কেজি কম ৩৮ কেজি করে বিতরণ করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে চালের বিপরীতে কার্ড প্রতি ৫০ টাকা করে আদায় করা হয়। অর্থ আদায় ও ওজনে চাল কম দেয়ায় ক্ষুব্ধ হয়ে জেলেরা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঃ রহমানকে ধাওয়া করে। এ সময় তিনি ইউপি চেয়ারম্যানের কক্ষে দৌড়ে গিয়ে আত্মরক্ষা করেন। পরে ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ ভবিষ্যতে কার্ডধারীরা নিজেরা গিয়ে উপজেলা খাদ্য গুদাম থেকে নিজ দায়িত্বে চাল এনে ভাগ-বাটোয়ারা করে নেবেন এ কথা বলে তাদের শান্ত করেন। এদিকে সোমবার বাইশারী ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে ১শ’ টাকা করে আদায় ও ৩০ কেজির স্থলে ২ কেজি করে কম ২৮ কেজি করে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ জানান, ভবিষ্যতে তিনি ভিজিডি ও ভিজিএফসহ হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দের চাল বিতরণের আর কোন দায়-দায়িত্ব নেবেন না। তার এলাকার কার্ডধারীরা নিজ দায়িত্বে উপজেলা খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করে নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।