Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদী পথে যাবার সময় ফতুল্লা থানা পুলিশের হাতে ৫৭ জন আটক

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৪৪ এএম

লকডাউন ভেঙ্গে গোপনে নদী পথে ট্রলারযোগে সাতক্ষিরা যাওয়ার পথে ৫৭জন ইটভাটা শ্রমিককে আটক করে পুনরায় ইটভাটায় ফেরত পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় ফতুল্লা বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ তিননদীর মোহনা থেকে এসব শ্রমিকদের আটক করা হয়। আটককৃতরা পার্শ্ববর্তী সিরাজদি খান থানাধীন বালুচর এলাকায় অবস্থিত বিভিন্ন ইটভাটায় কর্মরত ছিলেন।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্কর্তা আসলাম হোসেন জানান, ইটভাটা শ্রমিকরা ট্রলার যোগে সাতক্ষিরা যাওয়র চেষ্টা করলে আমরা তাদের আটক করে ইট ভাটার মালিকদের ডেকে এনে ইটভাটায় পাঠিয়ে দেই এবং থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ থেকে কেউ বের হতে এবং প্রবেশ করতে পারবে না। এছাড়া নারায়ণগঞ্জের উপর দিয়ে অন্যকোন এলাকায় যাতায়াত করা নিষিদ্ধ। এ জন্য সড়ক এবং নদী পথে পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে নিদের্শ দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ