মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বয়স হয়েছে শাহেনশার। তাই শরীরেও বাসা বেঁধেছে একাধিক রোগ। কিডনির সমস্যার কথা অমিতাভ আগেই জানিয়েছিলেন। বলেছিলেন মাত্র ২৫ শতাংশের ভরসায় বেঁচে আছেন।
এবার তাকে ভাবাচ্ছে চোখ। অভিনেতা জানিয়েছেন, এখন সমস্ত কিছু ঝাপসা দেখেন তিনি। দৃষ্টিশক্তি হারাচ্ছেন না তো? সবসময় এই চিন্তাই কুরে কুরে খাচ্ছে তাঁকে।
অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছেন, ‘সবকিছু ঝাপসা দেখি আমি। কিছুদিন ধরে তো আবার সবকিছু দু’টো করে দেখছি। আমার মনে হচ্ছে অন্ধত্ব আর বেশি দূরে নয়। আরও অনেক শারীরিক সমস্যা আমাকে জর্জরিত করে তুলেছে।’
এরপরই শৈশবে ফিরে যান শাহেনশা। লিখেছেন, ‘ছোটবেলা যখন চোখে সমস্যা হত, মা তেজি বচ্চন আঁচলের শেষ অংশ গোল বলের মতো করে মুখের গরম ভাপ দিয়ে চোখে দিতেন। মুহূর্তে ব্যথা গায়েব হয়ে যেত। এখন সেসব কথা মনে পড়ছে।’
অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন, অযথাই ভয় পাচ্ছেন অভিনেতা। দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা বিন্দুমাত্র নেই। তিনি ব্লগে লিখেছেন, ‘চিকিৎসকের কথা মেনে এখন নিয়মিত গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চোখে দেই। প্রতি ঘণ্টায় নিয়ম মেনে চোখের ড্রপও দিই। কম্পিউটার থেকেও দূরে আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।