Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

 

বিত্তশালীরা এগিয়ে আসুন
করোনাভাইরাসেরর জন্য সবকিছুই যেন থেমে যাচ্ছে। এই মহামারীর জন্য বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। সেটি বলা বড়ই মুশকিল। সবকিছুই ঢিলেডালাভাবে চলছে।এ ই করোনাজনিত সঙ্কট কত দিন থাকবে, কতদিন মানুষ ঘরে বন্দী থাকবে, সেটি বলা যাচ্ছে না।এই দিকে নিম্ন আয়ের মানুষগুলোকে ঘরে থাকতে হচ্ছে। তারা দিন আনে দিন খায়। তাদের সংসার চালোনো কঠিন হয়ে পড়েছে। অল্প আয়ের মানুষগুলো কোথায় গিয়ে কাজ করবে। কাজের জায়গাও নেই। আর করোন ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে, নিরাপদ জায়গায় থাকতে হবে। তার মানে সকলকে ঘরে থাকতে হবে। তাহলেই করোনা থেকে বেঁচে থাকা সম্ভব। তাই গরিব মানুষরা যাতে যতদিন লকডাউন থাকবে, ততদিন তাদের ঘরে খাবার সামগ্রী যাতে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর জন্য সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তশালী আছেন, তারাও হাত বাড়িয়ে দিন ।
মাহফুজুর রহমান খান, চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।

 

চিকিৎসা ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জন জরুরি
বর্তমানে পুরো বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রায় সকল রাষ্ট্র লকডাউন করে রাখা হয়েছে। বৈদেশিক সকল যানযোগাযোগ প্রায় বন্ধ। প্রত্যেক রাষ্ট্র নিজেদের সমস্যার সমাধান করতেই হিমসিম খাচ্ছে, কেননা করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে। তাহলে আমাদের দেশের যেসকল মানুষ যেকোন রোগের চিকিৎসার জন্যেই দেশের বাইরে যেত তারা এখন কোথায় যাবে তাদের চিকিৎসা সেবা নিতে? তাছাড়া করোনাভাইরাস সনাক্তকরণ কীট এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিই বা কীভাবে যোগাড় করা হবে? তাই পরনির্ভরতা নয়, আমাদের চিকিৎসা ব্যবস্থায় স্বনির্ভরতা আনয়ন প্রয়োজন। আমাদের দেশেও বিশ্বমানের উদ্ভাবক, চিকিৎসক ও হাসপাতাল রয়েছে। যাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও যন্ত্রাংশ প্রদানের মাধ্যমে আমাদের দেশকেও আমরা গড়তে পারি চিকিৎসা ব্যবস্থার রোল মডেল হিসেবে, যেখানে অন্যদেশ থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসবে। সুতরাং, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত, আধুনিকায়ন ও যুগোপযোগী করা জরুরি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আর্কষণ করে, তাদের হস্তক্ষেপ কামনা করছি।
আবু তালহা আকাশ, শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন