Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতুমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় খুলনায় আটক ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১:৪৩ পিএম | আপডেট : ৩:৫৬ পিএম, ৮ এপ্রিল, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করায় রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যায় সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে আটক করে। তিনি বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রুহুল আমিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরি করা Youtube Channel: Tajtv তে Upload করে, যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উস্কানিমূলক। বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ