গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এমএ জব্বার আর নেই (ইন্না...রাজেউন)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এমএ জব্বার ঢাকার হোটেল সুন্দরবন, জব্বার টাওয়ার ও খুলনার হোটেল পার্কসহ অসংখ্য প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছিলেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে সড়ক পথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হবে। পৌঁছানোর পর শহরের টাউন বাজার শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।