Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিগ মৌসুম শেষের তোড়জোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে স্থবির পুরো ক্রীড়াঙ্গন। দিন দিন বেড়েইে চলেছে এর সংক্রমণ। ১৯৮ দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। প্রাণ হারিয়েছে ২২ হাজারের বেশি। প্রাণঘাতী কভিড-১৯ রোগে নাজেহাল অবস্থায় আছে স্পেন। ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু প্রায় চার হাজার। আর তাতে দেশটির ফুটবল লিগের চলতি মৌসুম বাতিল হওয়া নিয়ে বাড়ছে শঙ্কা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস জানিয়েছেন, অন্তত লিগের ২০১৯-২০২০ মৌসুম শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

লা লিগা পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। গত ১০ মার্চ স্পেনের শীর্ষ লিগের শেষ ম্যাচ মাঠে গড়িয়েছিল। মে মাসের শেষ দিকে হতে যাওয়া ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্থগিত করা হয়েছে। ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও পিছিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্য। এমন পরিস্থিতিতে ফুটবল লিগ মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ক্রমশ। তবে রুবিয়ালেস গতপরশু জানিয়েছেন, প্রয়োজনে নির্ধারিত সময়ের চেয়ে বাড়ানো হবে এবারের মৌসুমের সময়। স‚চির সবগুলো ম্যাচ নিশ্চিত করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন, ‘লিগ মৌসুম শেষ করাটা ম‚ল লক্ষ্য। আমরা এখনই দলগুলোকে নিচের স্তরে নামিয়ে দিতে পারি না। একইভাবে দলগুলোর উপরের ধাপে উঠে আসার প্রক্রিয়াটাও হতে হবে সঠিক। একশর বেশি দল আছে যারা মৌসুম শেষ করার অপেক্ষায় আছে। যখন পুরো দেশ সমস্যা কাটিয়ে উঠবে, তখনই চলতি মৌসুম শেষ করার উপযুক্ত সময়। আশা করি... মে মাসের শুরুতে আমরা খেলতে পারব। যদিও আমি মনে করি না সেটা সম্ভব, কিন্তু আমি ভুল প্রমাণিত হতে চাই, আমাদের মৌসুমের সময় বাড়াতে হবে। লক্ষ্য হলো মৌসুমকে বাঁচানো। এটাই আমাদের ভাবনা।’

স্পেনের চেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার ও মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত হাজার। দেশটির শীর্ষ ফুটবল লিগসহ সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত আছে অনির্দিষ্টকালের জন্য। এমন পরিস্থিতিতে সেরি আর দলগুলোর মালিকরা চলতি লিগ মৌসুম বাতিল কিংবা পুনরায় চালু করা নিয়ে জড়াচ্ছেন বিতর্কে। এরই মাঝে ফুটবল মৌসুম শেষ করার ব্যাপারে আশাবাদী ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আগামী জুলাই-আগস্টে সিরি ‘আ’ মৌসুম আবারও শুরুর আশা করছেন সংস্থাটির সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাবিনা। কিন্তুএখনই আশা ছাড়ছেন না তিনি, উয়েফা ও ফিফার সমর্থন নিয়ে হলেও এবারের মৌসুম শেষ করতে চান গ্রাবিনা, ‘যতদিন আমার পক্ষে সম্ভব, আমি লিগ পুনরায় চালু করার আশা হারাব না। এর জন্য আমি যেকোনো কিছু করব। কোনো কিছুর আশা ছেড়ে দেওয়াটা আমার জন্য খুব কঠিন। আমি জানি যে এখনই লিগ শুরুর সম্ভাবনার একটা তারিখ চিন্তা করাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমাদের ইতিবাচকভাবে ভাবতে হবে। ৩০ জুনের পর হলেও উয়েফা ও ফিফার সমর্থনে আমাদের খেলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জুলাই ও আগস্টের সময়টা নিতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিগ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ