Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটি লিগে দাপট ওয়ারি-ধানমন্ডির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগের প্রিমিয়ার, প্রথম ও নারী বিভাগের দ্বিতীয় দিনের খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার বিভাগে দাপট দেখিয়েছে ওয়ারি ক্লাব ও ধানমন্ডি সেন্ট্রাল। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রিমিয়ার বিভাগের খেলায় উত্তরা টিটি ক্লাব ৩-১ সেটে অ্যাজাক্সকে, ধানমন্ডি সেন্ট্রাল ৩-০ সেটে আরমানিটোলা জেএসকে এবং ওয়ারি ক্লাব ৩-০ সেটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারায়। প্রথম বিভাগ গ্রিন টিটি ৩-০ সেটে পুলিশ মেমোরিয়ালকে, ট্র্যাভেলো ৩-২ সেটে রেভ টিটিকে, টিটি একাডেমি ৩-০ সেটে কম্বাইন্ডকে ও ব্যাটম্যান ক্লাব ৩-২ সেটে লিংকার্সকে হারায়। একই দিন নারী লিগে জেবিএল ৩-১ সেটে ঢাকা ইয়াংসকে এবং পুলিশ ৩-০ সেটে ঢাকা ওমেন্সকে হারায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটি লিগে দাপট ওয়ারি-ধানমন্ডির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ