Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী লিগ শুরু ১৫ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে মহিলা ফুটবল লিগের খেলা। এর আগে ১২ দলের অংশহণে ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে লিগের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। এবার মহিলা লিগে অংশ নেয়া প্রতিটি দল সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৩০ জন করে খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। লিগে অংশগ্রহণকারী ১২ ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। অংশ নেয়া ক্লাবগুলো হলো- বসুন্ধরা কিংস,আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফ সি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টস একাডেমী, সদ্যপুস্কুরিণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমী, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী লিগ শুরু ১৫ নভেম্বর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ