Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন পূজা, ছিঁড়ে গেছে পায়ের লিগামেন্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১০:৩৯ এএম

ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা হেগড়ে। একের পর এক সিনেমার শুটিং করছেন তিনি। বর্তমানে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শুটিং করতে গিয়ে বিপাকে পরেছেন তিনি। শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আঘাতে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে পূজা জানিয়েছেন, তার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে রাখতে হচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘ওকে, তারপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’

পায়ে আঘাতের আরেকটি ভিডিও শেয়ার করেছেন পূজা। তাতে দেখা গেছে, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অর্থাৎ অসুস্থ পা নিয়েই শুটিং করছেন তিনি। তবে কবে কোথায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন তা উল্লেখ করেননি তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে অভিনয়ের সময় আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

২০১২ সালে তামিল সিনেমা ‘মুগামুদি’ দিয়ে বড় পর্দায় অভিষেক পূজার। পরে তেলেগু সিনেমায় নাম লেখান মুম্বাইয়ের মেয়ে পূজা। এরপর ২০১৬ সালে হৃত্বিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জদারো’ সিনেমা দিয়ে বলিউডেও নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে বলিউডের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ দক্ষিণের ‘এসএসএমবি ২৮’, ‘জেজিএম’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন পূজা হেগড়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ