মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ৮৫৮ জনের। দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ।
প্রাণঘাতী এই ভাইরাস ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৮০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৬৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭১২, ফ্রান্সে ৩৬৫, যুক্তরাষ্ট্রে ২৬৮, ইরানে ১৫৭, যুক্তরাজ্যে ১১৫, জার্মানিতে ৬১, সুইজারল্যান্ডে ৩৯, নেদারল্যান্ডসে ৭৮ ও বেলজিয়ামে ৪২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।