Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে বাড়িতে বাড়িতে লাশ

বৃদ্ধাশ্রমগুলোতে পরিত্যক্ত লাশ উদ্ধার করছে সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে স্পেনে সেনাবাহিনী নামানো হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় ইতালির পর ভয়াবহ অবস্থা স্পেনে। ইতিমধ্যে প্রাদুর্ভাব ঠেকাতে সেনাবাহিনী নামিয়েছে দেশটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বয়স্করা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় আছেন। কখনো কখনো তাদের লাশ পাওয়া যাচ্ছে। অপরদিকে, স্পেনের বৃদ্ধাশ্রমগুলোতে বহুসংখ্যক বয়স্কদের পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইউরোপ। মহাদেশটির ইতালি, ফ্রান্স ও স্পেনে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন সহস্রাধিক। এদের মধ্যে সোমবার স্পেনে রেকর্ড সংখ্যক ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩১১ জনে। পরিস্থিতি মোকাবেলায় দেশে সেনা মোতায়েন করা হয়। রাজধানী মাদ্রিদে সেনাবাহিনী তাদের পরিদর্শনকালে বয়স্ক মানুষকে পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। এমনকি তাদের কেউ কেউ বিছানায় মৃত অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছেন স্প্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস। তিনি বেসরকারি টিভি চ্যানেল টেলিকিনকোকে বলেন, বৃদ্ধাশ্রমে প্রবীণদের সাথে এমন আচরণে ‘কঠোর এবং অনমনীয়’ পদক্ষেপ গ্রহণ করবে সরকার। স্প্যানিশ কলাকুশলীরা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে লাশ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে। খবরে আরো বলা হয়েছে, স্পেনজুড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের লাশপড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা। এ খবর জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস। ইতিমধ্যে স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ জন। এতে মারা গেছেন ২ হাজার ৩১১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ