মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত মহাসাগরে আন্ডারওয়াটার ড্রোনের বহর মোতায়েন করেছে চীন। এসব ড্রোন ইতোমধ্যে ৩,৪০০ পর্যবেক্ষণ রিপোর্টও পাঠিয়েছে। চীন সরকারের সূত্র জানায়, ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি এসব ড্রোন মোতায়েন করা হয় এবং ফেব্রুয়ারিতে ফিরিয়ে নেয়া হয়। সি ইউং গ্লাডার নামের এসব ড্রোন হলো ‘আনক্রুড আন্ডারওয়াটার ভেহিকেল’ (ইউইউভি)। পানির নিচে মাসের পর মাস এগুলো পরিচালনা করা যায়। চীনের মোতায়েন করা ইউইউভিগুলো মার্কিন নেভির ইউইউভি-গুলোর অনুরূপ। ২০১৬ সালে মার্কিন নৌবাহিনীর এমন একটি ইউইউভি আটক করে চীন। যুক্তরাষ্ট্রের দাবি ছিলো নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় এটা মোতায়েন করা হয়েছিলো। ফলে অযুহাত পেয়ে চীন এখন ভারত মহাসাগরে গণহারে ইউইউভি মোতায়েন করছে। তারা আর্কটিক অঞ্চলেও একটি আইস ব্রেকার থেকে সি উইং মোতায়েন করেছে। গত বছর ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছিলো ভারত মহাসাগরীয় মিশনে চীন ১৪টি ইউইউভি মোতায়েন করতে যাচ্ছে। এখন মনে হয় বাকি দুটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছিলো। বিশেষ জরিপ জাহাজ জিয়াংইয়াংহুং-০৬ থেকে এগুলো মোতায়েন করা হয়। পরে জাহাজটি চীনের রিঝুতে ফিরে আসে। চীনের সি উইং ইউইউভি-র সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘লিটোরাল ব্যাটেলস্পেস সেন্সিং-গ্লাইডারের’ (এলবিএস-জি) বেশ মিল রয়েছে। ২০১৬ সালে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক পানি সীমায় এমন একটি এলবিএস-জি আটক করে চীন। পরে ক‚টনৈতিক রেষারেষির পর যুক্তরাষ্ট্রকে ইউইউভিটি ফেরত দেয়া হয়। তবে যুক্তরাষ্ট্রেরটি দেখে চীন সি উইং তৈরি করেনি। মার্কিন নৌবাহিনীর ঘটনার কয়েক মাস আগেই চীনের স‚ত্রগুলো এ ধরনের ইউইউভি তৈরির আভাস দিয়েছিলো। তবে আমেরিকারটি নিশ্চিতভাবে চীনাদের প্রভাবিত করেছে এবং দেখতেও প্রায় একই রকম। ড্রোন পানির তলের বিভিন্ন তথ্য সংগ্রহ করে মাদার শিপে পাঠায়। যেমন: তাপমাত্র, লবনাক্ততা, টার্বিটিডি, ক্লোরোফিল, অক্সিজেনের মাত্রা, ইত্যাদি। চীন যেসব তথ্য সংগ্রহের দাবি করছে সেগুলো আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও সাবমেরিন যুদ্ধের জন্য এসব তথ্য জরুরি। ফোর্বস, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।