Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংযোগ নেই তবুও বিদ্যুৎ বিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বিদ্যুৎ সংযোগ না থাকার পরেও বিল পেলেন পুরো এক গ্রামের মানুষ। এমন ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের পারাদোল গ্রামে। স্থানীয়রা জানান, তাদের পুরো গ্রামের কোন বাড়িতেই বিদ্যুতের সংযোগ নেই তবুও বিল পেয়েছেন তারা। এ বিষয়ে পারাদোল গ্রামের এক বাসিনা বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমাদের কোন সংযোগ নেই তবুও বিদ্যুৎ বিল পেয়েছি । আর এ নিয়ে প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে এমন ঘটনা প্রায়ই ঘটে। বিদ্যুৎ না থাকার পরেও বিদ্যুৎ বিল পেয়ে ভোগান্তি পোহাতে হয় সেখানকার বাসিন্দাদের। এর আগেও ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তিকে ১২৮ কোটি রুপি বিদ্যুৎ বিল দেয়া হয়েছিলো। যদিও ওই ব্যক্তির বাড়িতে মাত্র ২ কিলোওয়াটের বিদ্যুতের সংযোগ ছিলো।এছড়া গত বছরের মে মাসে এক সবজি বিক্রেতাকে প্রায় ৯ লাখ রুপির বিদ্যুৎ বিল দেয়ায় আত্মহত্যা করেছিলেন তিনি। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ