রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীনের উপদেষ্টা আলহাজ বজলুল হক হারুন এমপি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি বাস্তবায়ন করছে। আমাদের বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে গত বুধবার অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় প্রধান উপদেস্টার বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপদেস্টা রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
করোনা ভাইরাস প্রসংগে প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ রাসেল, মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার, রাজাপুর থানার অফিসার এসআই শাহজাদা, বীরমুক্তিযোদ্ধা মো. আলহাজ নুরুল ইসলাম খলিফা প্রমুখ। এর পূর্বে বজলুল হক হারুন এমপি রাজাপুর নির্মানাধীন রাজাপুর উপজেলা মডেল মসজিদ কাজ পরিদর্শন করেন এবং প্রায় তিনকোটি টাকার ব্যয়ের সড়ক রাজাপুর বাজার থেকে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ সড়কের শুভ উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।