Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরির শীর্ষ আসামী জনতার ধাওয়ায় আটক

সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১১:৩৭ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে জেলার শীর্ষ মোটর সাইকেল চুরির প্রধান আসামী আটক।এলাকার লোকজন রাতেই থানায় খবর দিয়ে পুলিশের হাত তুলে দেয়।আটক ব্যক্তি হলো গাইবান্ধা সদর থানার পশ্চিম দূর্গাপুর গ্রামের কিনারী বক্করের ছেলে শহীদ মিয়া(৩৫)।গত বুধবার দিবাগত রাত ১.৩০ মিনিটে পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আবু হোসেনের ছেলে হাসান মিয়ার বাড়ীতে মোটর সাইকেল ঘর থেকে বের করেন।এসময় চোর মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার জন্য একাধিকবার গাড়ী স্ট্যাট করতে থাকে। কিন্ত তা চালু হয়নি।এই শব্দ পেয়ে বাড়ীর লোকজন চিৎকার শুরু করেন।পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঝাঁপটে ধরে তাকে আটক করেন।উল্লেখ্য গত ২৪ফেব্রুয়ারী একইভাবে কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে মোটর সাইকেল চুরি করতে গিয়ে জনতার ধাওয়ায় ময়নুল ইসলাম নামে এক যুবক আটক হয়।সে সময় শহীদ পালিয়ে বাঁচলেও আটক ব্যক্তির স্বীকার উক্তিতে তার নামে ওই সময় মামলা হয়।
সাদুল্লাপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ