বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর সাপাহারে এক ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
জানা গেছে, উপজেলার নিশ্চিন্তপুর(মাইপুর) গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল করিম (৫০) দীর্ঘদিন যাবৎ এলাকায় পল্লী চিকিৎসকের পরিচয়ে চিকিৎসার নামে ভুক্তভোগীদের নিকট প্রতারণার মাধ্যেমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। এই সংবাদের ভিত্তিতে তাকে আটক করে স্থানীয় প্রশাসন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরীর কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে কথিত ওই চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এমন কাজ আর কোন দিন করবেনা মর্মে মুছলেকা নেওয়া হয়।
উল্লেখ্য যে, এর পূর্বেও বিভিন্ন জায়গায় কথিত ওই চিকিৎক আব্দুল করিম কবিরাজী চিকিৎসা করতে গিয়ে ধরা খায় এবং স্থানীয় ভাবে সে সব বিষয়ে মিমংসা করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।