মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সিনেমার কিংবদন্তি দিলীপ কুমার বলেছেন ‘ভালো আছি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশনে আছি’।
গতকাল মঙ্গলবার তিনি টুইট করে অনুরাগী, দেশবাসীকে আশ্বস্ত করেন। অশীতিপর অভিনেতা যাতে সংক্রমণে আক্রান্ত না হন তার জন্য আগেভাগেই তাকে সবার থেকে সরিয়ে আলাদা একটি ঘরে রাখার বন্দোবস্ত করেছেন অভিনেত্রী স্ত্রী সায়না বানু।
কিছুদিন আগেই তাকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দিলীপ কুমার তার টুইটে জানান, ‘করোনা ভাইরাসের জন্য আমার মতো আপনারাও আগেভাগে সাবধানতা অবলম্বন করুন। হাত পরিষ্কার রাখুন। ভিড় এড়িয়ে চলুন। চোখ-মুখে হাত দেবেন না। আক্রান্তের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন।’ সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।