পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্তমানে সারা বিশ্বে বিরাজমান আতংক ও প্রাণঘাতী ভাইরাস “করোনা” প্রসঙ্গে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, এতদিন বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রভাব ও বিস্তারের কথা শুনতে শুনতে সেই প্রাণঘাতী করোনা এখন আমাদের দেশেই অবস্থান করছে। সরকারী হিসাব মতে আক্রান্তের সংখ্যা খুবই কম, তবে আমাদের অবাধ চলাফেরা আর অপরিচ্ছন্ন পরিবেশ আক্রান্তের সংখ্যাকে তরান্বিত করে বহুগুনে বৃদ্ধি করতে পারে। তাই আমাদের সকলেরই এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী এ ভাইরাস আক্রান্ত ব্যাক্তির স্পর্শ, হাঁচি, কাশি কিংবা ব্যবহৃত পোশাকের মাধ্যমে ছড়ায়। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ, যত্রতত্র কফ-থুথু ফেলা, হ্যান্ডগ্লাবস ছাড়া একই বস্তুতে একাধীক মানুষের স্পর্শ ইত্যাদি। সুতরাং এ ভাইরাস থেকে নিজেদের রক্ষার্থে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
নেতৃবৃন্দ দেশের সকল মাদরাসা প্রধান, জমিয়াত কর্মকর্তা ও সদস্য বৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রত্যেকটি মাদরাসার আঙ্গিনা, টয়লেট, শ্রেণিকক্ষসহ সকল যায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাথেসাথে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে শ্রেণি শিক্ষকগণ সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করবেন। প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে বিশেষ সেমিনারের মাধ্যমে সকলকে সচেতন করতে হবে। সেইসাথে যারা মসজিদের ইমাম কিংবা খতিব রয়েছেন সকলেই প্রত্যেক নামাজের পরে করোনা ভাইরাসের প্রভাব থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি সেজন্য আল্লাহর দরবারে দুয়া করবেন এবং আতংকিত না হয়ে সকলকে ধৈর্য্যধারণে উৎসাহী করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।