মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) এর জন্য দেশের কোন নাগরিককে তথ্য দিতে হবে না বলে জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো তথ্য দিতে না চায়, তবে এই ব্যাপারে তাকে কোন প্রশ্ন করা হবে না। আপনার কাছে যদি কোন নথি না থাকে তবে, আপনি তা জমা নাও দিতে পারেন। এর আগেও এনপিআর তৈরিতে কোন তথ্য দিতে হয়নি এবং এবারও তাই হবে। প্রসঙ্গত এনপিআর-এ বাবা মায়ের জন্ম তারিখ, জন্ম স্থান সম্পর্কে তথ্য দিতে হবে বলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দেশজুড়ে এনপিআর বিরোধিতা করেছিলেন তৃণম‚ল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি সহ বিরোধীদের একাংশ। অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এদিন রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারতের মুসলিমদের বলতে চাই যে, তারা যেন গুজবে কান না দেয়। দেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ভয় দেখানো দেখানো হচ্ছে যে, নতুন নাগরিকত্ব আইন তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। কিন্তু এটি আদৌ ঠিক নয়। এই আইন নাগরিকত্ব কেড়ে নেবে না বরং তা প্রদান করবে। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।