প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিয়াম আহমেদ ও পরীমনি আবারো একসঙ্গে জুটি হলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ গল্প থেকে নির্মিত সিনেমাটি আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এবার এ সিনেমায় যুক্ত হয়েছেন ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর।
বিষয়টি নিশ্চিত করে এই অভিনেতা বলেন, ‘অবশেষে ছবিটিতে চূড়ান্ত হয়ে আনন্দ হচ্ছে। খুব ভালো একটি প্রজেক্ট। যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
তিনি আরও বলেন, সিয়াম ও পরীমনির মতো চমৎকার দুজন শিল্পীকে পাবো। আর প্রিয় জাফর ইকবাল স্যারের গল্প। আশা করছি জমজমাট একটি সিনেমাই হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
তানভীর আগামী ১৬ তারিখ খুলনা থেকে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এই ছবিতে তানভীরের বিপরীতে দেখা যাবে নবাগতা তাসনিম তাশফিকে।
‘২০১৮-২০১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
শনিবার (১৪ মার্চ) সকালেই রাজধানীর সদরঘাটে ছবিটির ক্যামেরা ওপেন হয়। এই সিনেমার বেশিরভাগ শুট হবে লঞ্চে। ঢাকা থেকে সুন্দরবন যাত্রা পথে শুটিং চলবে টানা ২০ দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।