Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অংশু’র সুরে তানভীর তারেকের নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

নিয়াজ আহমেদ অংশু’র সুরে গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক তানভীর তারেক। গানের শিরোনাম ‘ঘরের ভেতর নদী’। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজেশ মজুমদার। তানভীর তারেক বলেন, ‘আমার কাছে সবসময়ই অংশু বিশেষ একজন মানুষ। তার গানের কথার গভীরতা অনেক। তার লেখা ‘তোমার শহর আমার শহর’ গাইবার পর তার সুরে একটি গান গাইবার ইচ্ছা পোষণ করি। আমার ইচ্ছা অনুযায়ী, তিনি আমাকে একেবারেই ভিন্ন ধরনের সুর করে দেয়। গানটির দারুণ কম্পোজিশন করেছে রাজেশ। গানটির পিয়ানো, ব্যাকাপ সিন্থসহ মিক্সিং ও মাস্টারিং করেছি আমি। গানটি শ্রোতাদের ভাল লাগবে। আমি মনে করি, ভালমানের শ্রোতা অল্প হলেও তাদের প্রশংসা পেলেই আমার সার্থকতা।’ নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই খুব অল্প কাজ করেছি। বাচ্চু ভাইয়ের সাথেও গান কম আমার। তানভীর আমার ছোট ভাই, বন্ধু। ওর সাথে এবি কিচেনে পরিচয় থেকে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। এর আগে ‘তোমার শহর আমার শহর’ নামে আমার একটি লিরিক ওর নিজের সুর সঙ্গীতে গেয়েছিল। তিনি গানটি চমৎকার গেয়েছিলেন। সে সময়ই আমার এই গানটি লেখা ও সুর করা। তানভীরের কন্ঠে এ ধরণের গান নতুন। দারুণ গেয়েছে। আশা করি, ভালো লাগবে সবার।’ গানটি তানভীর তারেক এর নিজস্ব মিউজিক চ্যানেল ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানভীর তারেক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ