প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাহিদ আকবরের কথা ও তানভীর তারেক এর সুরে প্রায় ৬ বছর আগে দ্বৈত গান ‘চাঁদের শহরে’ গানটি প্রকাশ পেয়েছিল। দীর্ঘ বিরতির পর তাদের নতুন আরেকটি দ্বৈত গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘চোখ জুড়ে কথা’। গানটি ৩টি ভার্সনে মুক্তি পাচ্ছে। দুটি সলো ভার্সন ও একটি ডুয়েট ভার্সন। ডুয়েট ভার্সনটিতে তানভীর তারেকের সাথে গেয়েছেন কানাডা প্রবাসী শিল্পী রদিয়া। তানভীর তারেক বলেন, গানটি রদিয়া আর আমি যেমন ডুয়েট গাইবো। পাশাপাশি দুজনের আলাদা আলাদা সলো ভার্সনও বের হবে। ইতোমধ্যে আমার সলো ভার্সনটি মুক্তি দিয়েছি সাউন্ডস অব তানভীর চ্যানেলে। ডুয়েট গানটি ঈদ উপলক্ষে রিলিজ করার পরিকল্পনা আছে। আর গীতিকবি জাহিদ আকবর প্রেমের গানে বরাবরই অনবদ্য। আশা করছি, দারুণ কিছু উপহার পাবে বাংলা গানের শ্রোতারা।’ জাহিদ আকবর বলেন,‘ গত দুই বছরে আমি খুব কম গান লিখেছি। বছর খানেক আগে তানভীরকে গানের কথা লিখে দিই। ও বেশ কয়েকটি সুর আমাকে শুনিয়েছে। সত্যি বলতে গানটির গীতিকার হিসেবে নয়, একজন সাধারণ শ্রোতা হিসেবে আমি বারবার শুনেছি। অসাধারণ হয়েছে। আশা করি, শ্রোতাদেরও গানটি ভাল লাগবে। ‘চোখ জুড়ে কথা’ গানটির সুর ও সঙ্গীত করেছেন তানভীর তারেক। গানটি তিনটি ভার্সনই মুক্তি পাবে সাউন্ডস অব তানভীর ও স্বাধীন মিউজিক অ্যাপ-এ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।