Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তানভীর তারেকের কথা ও সুরে ৭ বছর পর গানে ফিরলেন কানিজ সুবর্ণা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

৭ বছর পর গানে ফিরছেন পপ সঙ্গীতশিল্পী কানিজ সুবর্ণা। তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে একটি গানের মাধ্যমে সঙ্গীতাঙ্গণে তার নতুন যাত্রা শুরু হচ্ছে। গানটির নাম ‘মায়া’। আগামী ঈদে প্রকাশ করা হবে। নতুন করে গানের ভুবনে ফেরা প্রসঙ্গে কানিজ বলেন, দিন তারিখ বলতে পারবো না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভাল লাগছে! এর পুরো কৃতিত্ব তানভীর ভাইয়ের। আসলে অনেকেই বলেছেন, কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি। কিন্তু কারো গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই। তানভীর তারেক বলেন, সপ্তাহ দুয়েক আগে কানিজকে আমার রাতাড্ডা শোতে আমন্ত্রণ জানাই। আড্ডার ফাঁকেই আমি বলি, আপনার জন্য গান করবো। কানিজ তখন একটি সিনেমায় অভিনয় করেছে। বললাম, আপনার জায়গা অভিনয় না, সঙ্গীতে। এরপর ধ্রুব মিউজিক স্টেশনের সাথে কথা বলে কাজ শুরু করি। গানের কথাগুলো কানিজের ফেরার গল্প নিয়ে। কথাগুলো এমন, ‘ডানা ভেঙে দিলে পাখিটার, উড়তে ভুলে যায়- আহা...তবু মায়াজালে বেঁধে রাখে এই মন আমার।’ একজন নারী স্বামী সংসার সন্তানের মায়ায় পড়ে। এরপর একটা দুরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু ফিরতে চায় তার মন। এটাই হলো গানের থিম। গানটি করার ক্ষেত্রে হামিন ভাইও খুব সাপোর্ট দিয়েছেন। বলেছেন, কানিজ আবার ছন্দে ফিরুক। এটা আমি চাই। উল্লেখ্য, রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরে কানিজের সঙ্গীতাঙ্গণে আগমন। তার সুর-সঙ্গীতে ‘ভালবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বানিজ্যিক ধারায় যাত্রা শুরু হয় এই শিল্পীর। এরপর একে একে শ্রোতাপ্রিয় অ্যালবামে গান উপহার দিয়েছেন। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। তার ফিরে আসার গানটি ডিএমএস-এর ব্যানারে ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানভীর তারেকের কথা ও সুরে ৭ বছর পর গানে ফিরলেন কানিজ সুবর্ণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ