প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন পর তপন চৌধুরীর নতুন গান প্রকাশিত হচ্ছে। গানের শিরোনাম খেলাঘর। কেউ আগে, কেউ পরে/ যেতে হবে ওপারে/ বিধাতা লিখে রাখে/ একটা জনম। এমন কথার গানটি লিখেছেন তানভীর তারেক। সম্প্রতি তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে সেলিব্রিটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। তপন চৌধুরী বলেন, ‘তানভীরের কথা ও সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে করা হয়েছে। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে গানের কথা দেখতে চাই। তানভীরের এই গানটির কথা মনকে নাড়া দিয়েছে। তানভীর তারেক বলেন, ‘এ সময়ে শুদ্ধ গানের চর্চা করছেন অনেকেই। কিন্তু শুদ্ধ সঙ্গীতের পৃষ্ঠপোষকতার মানুষ কম। সেদিক দিয়ে তপন দা’র এই গানটি প্রকাশের জন্য ধ্রুব মিউজিক স্টেশনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। মাসকয়েক আগে গানটির এক মিনিটের একটি ডেমো ফেসবুকে প্রকাশ করি। এর পরপরই ধ্রুব দা গানটি চান। তার এই চাওয়াই ছিল গানটি তৈরির অনুপ্রেরণা। কারণ, তখনও গানটি পুরোপুরি লেখা হয়নি। এরপর শেষ করে তপন দা’কে বললাম। গানটি একেবারে ভেতরের অনুভবের গান। নিয়তির কথা নিয়ে তৈরি একটি গান। যেকোনো সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’ গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস সবসময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। তপন চৌধুরী আধুনিক বাংলা গানের এক মুগ্ধতার নাম। তানভীর ভাই অসাধারণ একটি কাজ করেছেন। শ্রোতাদের জন্য এটি বিশেষ উপহার হবে বলে আমি মনে করি।’ গানটির গল্প নিয়ে এর থিম অনুযায়ী অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়েছে। আল মাসুদের নির্মানে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।