প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’-এর ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে গত ১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল এবং মোরশেদুল ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করে। বিকল্প চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ তানভীর মোকাম্মেল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রথম সভাপতি ছিলেন। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল তাঁর সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে পূর্ণদৈর্ঘ্য,স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।। তাঁর নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘হুলিয়া’, ‘নদীর নাম মধুমতী’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘জীবনঢুলী’, ‘১৯৭১’, ‘সীমান্তরেখা’, ‘রূপসা নদীর বাঁকে’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রনির্মাতা হিসেবে তানভীর মোকাম্মেল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। উক্ত অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল এবং মোরশেদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া বক্তৃতা দেন মানজারে হাসিন মুরাদ, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জুনায়েদ হালিম, জাহিদুর রহিম অঞ্জন, রাকিবুল হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।