Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ প্রাইভেট কার আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ৬:৩৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ প্রাইভেট কার আটক করেছে পুলিশ । গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীর 

জকার হাট এলাকায় ওই গাঁজাসহ প্রাইভেট কারটি আটক করা হয় । এ সময় চালক প্রাইভেটকার রেখে পালিয়ে যায় ।

পুলিশ জানান শুক্রবার মাইক্রো যোগে গাঁজার একটি বড় চালান কুড়িগ্রামে যাবে । এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন সড়কে ওৎঁপেতে থাকে পুলিশ । পরে বিকালে প্রাইভেট কারটির গতিরোধ করেন জকার হাট এলাকায়। এ অবস্থায় চালক পুলিশের অবস্থান দেখে জোর করে চালানোর চেষ্টা করে । লাফ দিয়ে চালককে ধরা চেষ্টা করেন এস আই আনোয়ার হোসেন । এ সময় চালক প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায় । পুলিশ প্রাইভেটকারে পেছনের কভারে রেখে যাওয়া পলিথিন দিয়ে মোড়ানো ৬টি পোটলায় ৩৩কেজি গাঁজা জব্দ করেন । কারটি থানায় নিয়ে আসেন । তবে প্রাইভেটকারটিতে একটি ভুয়া নম্বর দেয়া ছিল । যার নং ঢাকা মেট্ট্রো ক-১১-১৭২৪।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবীউল ইসলাম জানান, ৩৩ কেজি গাঁজাসহ প্রাইভেট কার আটক করা হয়েছে । চালক পলাতক রয়েছে । প্রাইভেট কারে যে নম্বরটি আছে তা সঠিক নয় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ