Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিং আকর্ষণ করে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০০ এএম | আপডেট : ৮:১৪ পিএম, ১১ মার্চ, ২০২০

বিরাট কোহালি কিংবা রোহিত শর্মা নন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্রায়ান লারার পছন্দের ক্রিকেটার লোকেশ রাহুল।
‘ক্যারিবিয়ান রাজপুত্র’ বাঁ হাতি কিংবদন্তি রাহুল প্রসঙ্গে উচ্ছ¡সিত। লারা বলছেন, ‘রাহুল ক্লাস ব্যাটসম্যান। আমার খুব পছন্দের ক্রিকেটার। ওর ব্যাটিং আমাকে আকর্ষণ করে।’
নিউজিল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেন রাহুল। উইকেটের পিছনে দাঁড়িয়েছেন। তার ওপরে দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন। টি২০ এবং ওডিআইতে লোকেশ রাহুল দারুণ পারফরম্যান্স করলেও টেস্ট ক্রিকেটে তাকে নেওয়া হয়নি।
লারা বলছেন, ‘রাহুলকে টেস্ট দলে কেন নেওয়া হয়নি, তা আমার জানা নেই। ওর খেলা যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে, কোনো ফরম্যাটেই টেকনিক নিয়ে রাহুলের সমস্যা হওয়ার কথা নয়। যে কোনও ফরম্যাটেই খেলার মতো দক্ষ রাহুল। বিরাট কোহালির পরে রাহুলের নামই আসবে যে কোনও ভারতীয় দলে।’

যে কোনো সাবেক ক্রিকেটারকেই বর্তমান সময়ের সেরা ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হলে অবধারিত ভাবে বিরাট কোহালি ও রোহিত শর্মার নাম নেবেন। লারা অবশ্য তাদের কারোরই নাম নেননি। লোকেশ রাহুলকে বেছে নিলেন নিজের পছন্দের ব্যাটসম্যান। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ