Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক আহসান হামিদ এর ইন্তেকাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৩:৫০ পিএম

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক আহসান হামিদ আর নেই। আজ সকাল ৬টায় রাজধানীর মিরপুরে আল হেলাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সাংবাদিক হামিদ গত তিন দিন আগে হার্ট ও ডায়াবেটিকসহ শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। সাংবাদিক হামিদের পৈত্রিক নিবাস মাদারিপুরে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে নামাজে জানাজা শেষে কালসী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সূত্র জানায়।
সাংবাদিক আহসান হামিদ দীর্ঘ তিন যুগ দৈনিক সংবাদে কাজ করেছেন। এরপর তিনি দৈনিক নয়া দিগন্তে যোগদান করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ