Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মবিশ্বাসই নারীর আপন শক্তি

সিআইইউতে মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০০ এএম

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, নারীর আপন শক্তি হচ্ছে তার আত্মবিশ্বাস। পথচলায় তাকে এগিয়ে যেতে হবে সময়ের আগে। তিনি বলেন, লক্ষ্য অর্জনে অবিচল থেকে নিজের দক্ষতা প্রমাণ করে সবাইকে চমকে দিতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় নারীকে হতে হবে আরও চৌকষ, আরও উদ্যোমী।
গতকাল সোমবার নগরীর জামাল খানে সিআইইউ ক্যাম্পাসের আমেরিকান কর্নারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা ও ‘ইউএসজি-একচেঞ্জ অ্যালামনাই’ চট্টগ্রাম শাখা সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার নিজের মায়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরে বলেন, আমার মা সামাজিক টানাপোড়েন আর আর্থিক কষ্টে থেকেও ৬ সন্তানকে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পিএইচডি অর্জন করেছেন। প্রতিকূলতাকে জয় করার তার দুর্বার ইচ্ছা-আমাকে এখনও অনুপ্রাণিত করে।
সিআইইউর ভিসি ড. মাহফুজুল হক চৌধুরী বাংলাদেশের অগ্রযাত্রায় নানান সেক্টরে নারীর সাফল্যের প্রশংসা করে বলেন, নারীর মেধা, শ্রম ও নিরলস পরিশ্রমে আন্তর্জাতিকভাবে প্রতিনিয়ত সুনাম বয়ে আনছে বাংলাদেশ। নারী এগিয়ে যাচ্ছেন সামনের কাতারে। এতে সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও আমেরিকান কর্নার চিটাগংয়ের সহকারি পরিচালক রুমা দাশ উপস্থিত ছিলেন।
এর আগে রবার্ট আর্ল মিলার সিআইইউর ভিসির সঙ্গে তার কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চট্টগ্রামের উচ্চশিক্ষা, কোর্স-কারিকুলাম, সিলেবাস, গবেষণা কার্যক্রম, শিক্ষার গুণগতমান বৃদ্ধিসহ নানান বিষয় আলোচনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মবিশ্বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ