Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমারই জন্ম সনদ নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সিএএ এবং এনপিআর নিয়ে ভারতে তীব্র বিতর্কেও মাঝে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর মুখ খুললেন। তিনি জানালেন তার নিজেরই জন্ম সনদ নেই। প্রশ্ন তুলেছেন, যেখানে নিজেরই জন্ম সনদ নেই, সেখানে কিভাবে পিতার জন্ম সনদ পাবো?
গত শনিবার তিনি রাজ্যের বিধানসভায় এ প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী এনপিআরের নতুন ফরমেট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, এ বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। আমি তো জন্মেছিলাম এক গ্রামে। তখন সেখানে কোনো হাসপাতাল ছিল না। গ্রামের মুরব্বিরা একটি ‘জন্মনামা’ লিখে রেখেছিলেন।
তাতে কোনো অফিসিয়াল সিল নেই। যখন জন্মেছিলাম, তখন আমাদের ছিল ৫৮০ একর জমি এবং একটি দালান। যখন আমিই আমার জন্ম সনদ দিতে পারছি না, তখন কিভাবে দলিত শ্রেণির মানুষ, উপজাতি ও গরিবরা তাদের জন্ম সনদ জমা দেবেন!

তিনি বলেন, যখন আমারই জন্ম সনদ নেই, তখন যদি আমাকে আমার পিতার জন্ম সনদ দিতে বলা হয়, তখন কি আমার মরে যাওয়া উচিত নয়? এ সময় তিনি নাগরিকত্ব সংশোধন আইনের সমালোচনা করে একে সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এটা দেশের সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে। এই সংবিধান সব নাগরিককে ধর্ম, গোষ্ঠীর বিভাজন থেকে বেরিয়ে সমান অধিকার দেয়ার প্রতিশ্রæতি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, শুধু আমরাই না, কোনো সভ্য সমাজ এটাকে মেনে নিতে পারে না। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।



 

Show all comments
  • abdul alim ৯ মার্চ, ২০২০, ৮:২৭ এএম says : 0
    hotasha cada r kicuna
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ