Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে কবর থেকে লাশ চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৫:১০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবর থেকে লাশ চুরি করে পালাবার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গত রোববার ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নেরর চিয়ারগ্রামে।
গ্রামবাসী সূত্রে জানাগেছে, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে চিয়ারগ্রামের মৃত আলহাজ¦ ছফের উদ্দিনের কবর খুঁড়ে মৃতদেহের কঙ্কাল চুরি করে ভ্যান যোগে পালানোর সময় দামোদরপুর জামে মসজিদের সামনে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা কঙ্কাল ও ভ্যানসহ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র খালেকুর রহমান (২৮) কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খালেকুরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের ধারণা ফকিরালী, যাদুটোনা সহ নানা রকম তান্ত্রিক কাজের জন্য এই কঙ্কাল চুরি ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় গ্রামবাসীরা লাশের কঙ্কালটিকে পুনরায় কবর দিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক খালেকুর রহমানকে ইতিপূর্বে তাঁর স্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ