Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বহিরাগতদের হামলার বিচার দাবি

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ভোলা সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের ওপর বহিরাগত বখাটেদের হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সামনে ভোলা-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল করেন ৩ শতাধিক শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তানজিলা নামের এক ছাত্রীকে পছন্দ করেন ইলিশা ৭নং ওয়ার্ডের আলমগীর ফরাজীর ছেলে রাজিব। গত সোমবার সকালে রাজিব বন্ধু ইমনসহ ৭/৮ জন বখাটে তিনটি মোটরসাইকেলে স্কুলের সামনে আসে। এসময় ওই বিদ্যালয়েল শিক্ষার্থী আলামিন বখাটেদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিবের নেতৃত্বে বখাটেরা আলামিনকে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত মুলহোতা রাজিবকে গ্রেফতার করে। পরে রাজিব জামিনে এসে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখনও ইমনসহ বাকি বখাটেদেরেকে গ্রেফতার না করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত রাজিবকে দ্রুত বিচারের আওতায় না আনলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ