Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধুঁকছে ভারতের শেয়ারবাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে শেয়ার বাজারেও। চিনে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশগুলিতেও সেটি ছড়িয়ে পড়ায় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ভারতীয় শেয়ার বাজারেও করানো-প্রভাবে সূচক নিম্নমুখী। শুধু তাই নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন শেয়ার বাজারের সা¤প্রতিক এই মন্দা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে ভারতীয় বাণিজ্যে। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ার সূচকে পতন দেখা যায়, বিএসই সেনসেক্স ১,৩০০ পয়েন্ট কমে গিয়ে ৩৭,১৮০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, ওদিকে এসজিএক্স নিফটি ৩৮৫ পয়েন্ট কমে বর্তমানে হয়েছে ১০,৮৮১ পয়েন্ট। পাশাপাশি বিএসইর মিডক্যাপ সূচক ৫৬৮ পয়েন্ট বা ৩.৯ শতাংশ কমে ১৪,০০২ পয়েন্টে স্থির হয়েছে এবং বিএসইয়ের স্মার্টক্যাপ সূচক ৪২৬ পয়েন্ট বা ৩.১ শতাংশ হ্রাস পেয়ে ১৩,১৬৪ এ এসে দাঁড়িয়েছে। বিএসইর সমস্ত বিভাগীয় সূচকগুলি শুক্রবার বাজার শুরুর সময় থেকেই বিপদসঙ্কেত দিছে।

করোনা ভাইরাসের প্রভাব হ্রাসের কোনও লক্ষণ এই মুহ‚র্তে দেখা যাছে না, আন্টার্কটিকা ছাড়া সমস্ত মহাদেশের ৬০ টিরও বেশি দেশে এই ভাইরাসের প্রভাব পড়েছে। বিশ্ব জুড়ে আক্রান্ত প্রায় ৯৫,০০০ মানুষ এবং ভারতে এখনও পর্যন্ত ৩০ জনের শরীরে এই মারণ ভাইরাসের বাসা বাঁধার প্রমাণ মিলেছে। ফলে আতঙ্কে ভুগছে দেশবাসী।

ইউরোপের দেশগুলিতেও ক্রমশই সংক্রমণ বাড়ছে করোনা ভাইরাসের। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ইরানেও আক্রান্ত বহু মানুষ, মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের। এই পরিস্থিতিতে বিশ্ব বাজারের গতিবিধি নিম্নমুখী। এর জেরেই শুক্রবার গোটা বিশ্বের শেয়ার বাজারেও দেখা যায় বড়সড় পতন। বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ।

যেভাবে চিনে করোনা ভাইরাস মহামারীর রূপ নিয়েছে তাতে সেখানকার পর্যটন শিল্পের পাশাপাশি এই ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে চিনের আমদানি রফতানি বাণিজ্যও। এর জেরে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বিস্তর। যদি আগামী কয়েক সপ্তাহে চিনের উহান শহরে এই মহামারী নিয়ন্ত্রণ না করা যায় তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামবে বলেই আশঙ্কা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ