বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আখেরি মোনাজাতে করোনা ভাইরাস, ডেঙ্গুসহ সব ধরণের বালা মুসিবত থেকে মুক্তি, নির্যাতিত বিশ্ব মুসলিম উম্মাহর জান-মালের হেফাজত এবং দেশ, জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে লাখো মুসল্লির অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন ‘দাওয়াতে ইসলামী’ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন আত্তারী। মুসল্লিরা রবের প্রার্থনায় দু’হাত তুলে কান্নাকাটিতে আবেগ তাড়িত হয়ে পড়েন। এসময় আমিন আমিন ধ্বনীতে ইজতিমা ময়দানে এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়।
এর আগে মানুষের সংশোধন, দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মূল বয়ান দেন ‘দাওয়াতে ইসলামী’র জিম্মাদার মাওলানা নূরউদ্দিন আত্তারী। ইজতেমার বিশেষ আকর্ষণ তাসাউরে মদিনা (মদিনার ধ্যান) করান মোহাম্মদ রিয়াজ আত্তারী। জুমার নামাজে ইমামতি করেন ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগ মাওলানা আরাফাত মাদানি আত্তারী। ইজতেমার দো’আয় দেশের লাখো আশেকে রাসূল শামিল হন।
আজ শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগগণ কুরআন- হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের উপর বয়ান দেন।
দাওয়াতে ইসলামীর মিশন ও ভিশন তুলে ধরেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মোহাম্মদ মবিন আত্তারী বলেন, আমিরে আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরীর নেতৃত্বে দ্বীনি ও অরাজনৈতিক সংগঠন ‘দাওয়াতে ইসলামী’ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সারাবিশ্বে ২০০টি দেশে ইসলামের নেকীর দাওয়াত পৌঁছে দিচ্ছেন।
ইজতেমার আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আইন শৃঙ্খলা বাহিনী, পীর মাশায়েখ ও আশেকে রাসূল দেরপ্রতি কৃতজ্ঞতা জানায় দাওয়াতে ইসলামী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।