পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জঙ্গি ও ভ্রান্তপথ ছেড়ে ইসলামের হক পথে ফিরে আসার মধ্যেই রয়েছে মুক্তি ও শান্তি -ইজতিমার মুবাল্লিগণ
স্টাফ রিপোর্টার : লাখো আশেকে রাসূলের ‘আমিন, ছুম্মা আমিন’ ধ্বনীতে রাজধানীর আশকোনায় শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতিমা। শুক্রবার ইজতিমার শেষদিনে পবিত্র জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত। উপস্থিত লাখো মুসলিম একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। আখেরি মোনাজাতে গোণাহ মুক্তি এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তির জন্য কান্নাকাটি করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। এসময় আমিন ছুম্মা আমিন ধ্বনীতে মহান আল্লাহর আনুগত্যের এক অভুতপূর্ব হ্রদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়।
জুমার নামাজ পূর্বে বক্তব্যে বিশিষ্ট সুন্নী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ভ্রান্তপথ ও অসৎপথ পরিহার করে মহান আল্লাহপাক ও তাঁর প্রিয় হাবিব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম) এর পথে, রহমতের পথে, সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসার এবং প্রত্যেক মানুষকে গোনাহের পথ থেকে মুক্তি দিয়ে নেকির পথে দাওয়াত দেওয়ার আহ্বান জানান। এসময় নেকির দাওয়াত পৌঁছে দিতে তিনদিন, বারদিন, একমাস, তেষট্টি ও বারমাসের মাদানি কাফেলায় দেশের মসজিদে মসজিদে সফরের জন্য অসংখ্য মুসলি নাম লেখান এবং ইজতিমার ময়দান থেকেই তালিকা অনুযায়ী মাদানি কাফেলা সফর শুরু করেন।
এছাড়া দাওয়াতে ইসলামির মুবাল্লিগরা বিষয় ভিত্তিক আলোচনা করেন। বেশ কিছুক্ষণের জন্য মহান আল্লাহর ধ্যানে, জিকির-আযকার, এবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান মুসল্লিরা। হ্রদয়ের অন্তঃস্থল থেকে অকৃত্বিম ভালবাসা নিয়ে রাহমাতুল্লিল আলামীন এর দরবারে পেশ করা হয় দরূদ ও সালাতু-সালাম।
আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, দাওয়াতে ইসলামির নিজস্ব নিরাপত্তা কর্মীর কড়া প্রহরায় নিযুক্ত ছিল। আইজিপিসহ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সংসদ সদস্য, উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন দরবার ও তরিকতের পীর মাশায়েখ এবং ভক্তগণ ইজতিমায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।