বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের দিল্লিতে মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো মুসল্লি।
শুক্রবার আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রসা থেকে হাজারো মুসল্লি সড়কে অবস্থান নেয়।
এ সময় মুসল্লিরা স¤প্রতি ভারতের দিল্লিতে মুসলিমদের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসিজদ ভাংচুরের প্রতিবাদে নানা শ্লোগান দিতে থাকেন। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না আনার আহবান জানান তারা। এসময় সড়কটির উভয় পাশে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। পরে মুসল্লিরা সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু বলেন, দিল্লিতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিরা সড়কে অবস্থান নেয়। এসময় তারা দশ মিনিট অবস্থান শেষে সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।