প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ থাপ্পড়
২ শুভ মঙ্গল জেয়াদা সাবধান
৩ ভূত : পার্ট ওয়ান - দ্য হন্টেড শিপ
৪ লাভ আজ কাল
৫ মালাঙ
থাপ্পড়
অনুভব সিনহা পরিচালিত ড্রামা ফিল্ম।
অমৃতা (তাপসী পান্নু) একজন সাধারণ গৃহবধূ। একজন মেয়ে যেমন পরিবার স্বপ্ন দেখে তেমনই পরিবার তার। তার স্বামী বিক্রম (পাবাইল গুলেতি) একজন স্বামী বা পরিবার কর্তার যেসব দায়িত্ব পালন করতে হয়, তার সবই করে। বিক্রম একজন মনোযোগী ব্যবসায়ী আর পরিবারকেন্দ্রীক স্বামী। সামনে আসন্ন সাফল্যের পর পরিবারে নিয়ে ইংল্যান্ড যাবার পরিকল্পনা তার। সব ঠিক চলছিল। সেই দিনটি পর্যন্ত। বাড়িতে এক পার্টির মধ্যে কথা কাটাকাটির মধ্যে অমৃতাকে চড় মেরে বসে বিক্রম। আর তাতেই অমৃতার পুরো জগত যেন ভেঙে খানখান হয়ে যায়। বিভিন্ন মানুষ তাকে ভিন্ন ভিন্ন পরামর্শ দেয়। কেও বলে দাম্পত্য জীবনে এমন ঘটতেই পারে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। আর অন্যরা বলে এমন হওয়া ঠিক নয় তার বিবাহবিচ্ছেদ চাওয়া উচিত। এই ভাবে এক ভীষণ দোটানায় পড়ে যায় অমৃতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।