Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিশা কেন বলিউডের সিনেমায় সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৪ এএম

বলিডের নির্মাতা বিশাল ভরদ্বাজকেনের সিনেমার প্রস্তাব পেয়েও অভিনয় করেননি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার ফিরিয়ে দেয়া সিনেমায়ই অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটির নাম খুপিয়া। সিনেমাটির প্রস্তাব তিশার কাছে যখন আসে তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ফলে তাকে কাজটি ফিরিয়ে দিতে হয়েছিল। তিশার এই ঘটনা সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেন, তিশা যেদিন জানতে পারে ও কনসিভ করেছে তার কয়েকদিন পরেই ওর কাছে কল আসে বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে। উনি জানান যে, তিশাকে কাস্ট করতে চান তারা। শুটিংয়ের সময় জানিয়ে দিয়ে তারা জানান, তিশা আগ্রহী হলে তারা পরবর্তী বিষয়গুলো ঠিক করবেন। তবে কোনো দ্বিধা ছাড়াই এমন একটি কাজের সুযোগ তিশা ছেড়ে দেন। তিনি লেখেন, তিশা স্কুলজীবন থেকে কাজ করছে। আগাগোড়া কাজ অন্ত:প্রাণ একজন মানুষ, কীভাবে এই বিষয়টাকে ডিল করে সেটা নিয়ে আমি ভাবছিলাম। কিন্তু তিশার যেকোনো সিদ্ধান্ত যেহেতু ও স্বাধীনভাবেই নেয়, আমি ওর সঙ্গে এটা নিয়ে আগ বাড়িয়ে কিছু বলিনি। আমি দেখলাম ও বেশ শান্তভাবে দ্বিতীয় দিন কাস্টিং ডিরেক্টরকে বুঝিয়ে বলে যে, সে কাজটা করতে পারছে না, কারণ এ মুহূর্তে ও কোথাও মুভ করতে চাচ্ছে না। একটু নিরিবিলি থাকতে চায়, কারণ সে কনসিভ করেছে। কোনো রকম দোটানা ছাড়াই ও ছেড়ে দেয় ওই সুযোগটা। উল্লেখ্য, গত জানুয়ারিতে তিশা কন্যা সন্তানের মা হয়েছেন। সম্প্রতি তিনি কাজে ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিশা কেন বলিউডের সিনেমায় সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ