Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজনীতির মাঠের কবি শেখ মুজিব

মোস্তফা বাবুল | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

মোস্তফা বাবুল
রাজনীতির মাঠের কবি শেখ মুজিব

কবিরা আকাশ দেখে কবিতা লেখে
সমুদ্রের ঢেউ ভেঙ্গে ভেঙ্গে দৌঁড়ায়-
পাখিদের কলতানে বিভোর হয়ে থাকে
রৌদ্রে স্নান করে বিশুদ্ধ হয়;
শেখ মুজিব তুমি ছিলে তার সম্পূর্ণ বিপরীত!
তুমি ছিলে রাজনীতির মাঠের কবি-
চোঙা ফুঁকাতে ফুঁকাতে মানুষের পাশে দাঁড়াতে।
মানুষের বঞ্চনা, দুঃখ বেদনার কথা
তোমার কন্ঠে ধ্বনিত হতো মানুষের জয়ধ্বনি,
মানুষের আর্ত-নিনাদ তোমার বুকে কাঁটার মতো বিঁধতো;
সহস্র বছরের পরাধীনতার গ্লানি, ঘাম ঝরানো খাটুনি
রক্ত ক্ষয় করা শ্রমে জোটেনি দুমুঠো অন্ন
তখনি তুমি বজ্রকন্ঠে সেই অন্যায় মানোনি।
কোন বিভেদ নয়- উচু নিচু সমতটে কিংবা পাহাড়ে
সকল মানুষেরে তুমি একটি মালায় গাঁথিলে;
পৃথিবীর মানচিত্রে ভূমিষ্ঠ হলো একটি জাতি
তুমি তার নাম দিলে ‘বাঙালি’
মাতৃভূমি হলো স্বাধীন, সর্বোভৌম দেশ;
চোঙা ফুঁকােেত ফুঁকাতে ইতিহাসে তুমি হলে
বাঙালি জাতি রাষ্ট্রের মহানায়ক।
কবিরা সকলে তোমার নামে কবিতা লেখে
পাখিরা গান গায় তোমার নামে উচ্ছল প্রাণে
তোমার নামে সম্রুদ গর্জে উঠে
বাতাসে পতপত করে উড়ে জয়পতাকা।
ধানের সোঁদা গন্ধে পেট ভরে যায়
ক্ষুধা ও দারিদ্র খুঁজতে হয় যাদুঘরে
মহাকাশেও আছ তুমি শেখ মুজিবুর রহমান
সহস্র বছরের রাজনীতির তুমি শ্রেষ্ঠতম কবি
সহস্র বছর ধরে তোমার অমর কাব্যখানি
পাঠ করবে অনাগত বাঙালি, মুক্তির চেতনায় মুগ্ধ হবে
বিনম্র শ্রদ্ধায় নত হবে বাঙালির উন্নত শির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ মুজিব


আরও
আরও পড়ুন