Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিতা

জাতির পিতা, তুমি চলে যাচ্ছো

মো. আসাদুজ্জামান | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

মো. আসাদুজ্জামান
জাতির পিতা

শে-ষ বিজয়ে তৃপ্তির হাসি দেখেছি তোমার মুখে,
খ-ল রাজনীতির অসহ্য দহন নীরবে সয়েছ বুকে।
মু-ক্তি সংগ্রামে তুমি যে ছিলে মোদের সিপাহসালার,
জি-তেছি মোরা ছোট বড় সব যুদ্ধ নেতৃত্বে তোমার।
বুদ্দু হয়েছে বিরোধীরা তব জ্ঞানগর্ভ বাক্যবাণে।
র-চেছি সব বিজয় গাঁথা গেয়েছি গানে গানে।
র-ক্ত দিয়েছি, যত প্রয়োজন স্বাধীনতার জন্য।
হ-ঠিনি কভু, শহীদ হয়েছি, জীবন করেছি ধন্য।
মা-নুষকে ভালবাসতে শেখালে জ্বেলে জ্ঞানের দীপ।
ন-হ নহ মৃত তুমি, তুমি যে অমর, তুমি চিরঞ্জীব।।

শাহীন খান
তুমি চলে যাচ্ছো

ঝুমু, তুমি চলে যাচ্ছো, মধু মাখা বসন্তকে উপেক্ষা করে, কোকিলের কণ্ঠ বাক রুদ্ধ করে, আমার পাঁজরে একশ একটা লাত্থি বসিয়ে, হৃদয়টা গুঁড়ো গুঁড়ো করে, ময়লা আবর্জনা বাসী তরকারি, ছেঁড়া ঝালর মতো পড়ে আছি মুখ থুবড়ে ডাস্টবিনে।
তুমি চলে যাচ্ছো, এ বুকে পাথর গড়ে, অবহেলার ড্রেনে ফেলে, খুব বেশি তুফান তুলে। সিডের ঝড় তুলে। ঝলমল গাড়ি হাঁকিয়ে, অজনা অচেনা লোকালয়ে আতসবাজি সানাইয়ের রেশ আর আড়শি পড়শী রেখে।
তুমি চলে যাচ্ছো, কোন এক কবিকে অনন্ত শয্যায় শুইয়ে, গানের পান্ডুলিপি মাড়িয়ে, দূরে, দূর দূরান্তে, এক সমুদ্র দুঃখের কষ্টের মহাসাগরে ভাসিয়ে, এক পৃথিবী অভাবে রেখে, গলিত লাভা চারদিকে ছড়িয়ে।
তুমি চলে যাচ্ছো, দোয়েল বাচ্চার মাথা কেটে, ফুলের চারায় ফুটন্ত পানি ঢেলে, উপড়ে ফেলে! পুঁই গাছের মাচা তছনছ করে, স্বর্ণালী বর্ণালী আকাশ আলকাতরায় লেপটে দিয়ে, অমাবস্যা এনে, চিঠি লেখার প্যাড ইঁদুরকে সঁপে,সাজানো ঘর বোশেখী ঝড়ের কাছে গচ্ছিত রেখে, আলুথালু করে।
তুমি চলে যাচ্ছো, কাঁঠাল গাছটার ডাল ভেঙ্গে, শ্যাওলা দিঘির পাশ ঘেঁষে, কলা পাতা ছিঁড়ে, বাঁশঝাড়, কবরস্থান, শশ্মান আর অলিগলি বস্তির নোংরা মাঝ পথ দিয়ে, রাজপথে। ভ্যানিটি ব্যাগে মুঠোফোন আর সাজুগুজু পণ্য ভরে।
তুমি চলে যাচ্ছো, উঁইপোকায় কাটছে লেপ কাঁথা কম্বল, চশমাটায় পড়েছে দাগ, ইমেলের পাসওয়ার্ড গেছি ভুলে,ফেবুকে আইডি হয়েছে নিষ্ক্রিয়। গুগল হয়ে গেছে এলোমেলো।
তুমি চলে যাচ্ছো, ফরমেট করে যাচ্ছো তোমার সমস্ত ডকুমেন্ট, দাবানলে ফেলে যাচ্ছো সব সব সব, না বলা না দেখা অসুখে নিমজ্জিত করে, গার্মেন্টস কর্মী রূপে কিংবা মুখোশধারী হায়েনা সেজে।
তুমি চলে যাচ্ছো, বিরহের গান হৃদয়ের মেমোরিতে আজীবনের জন্য সেইভ করে দিয়ে আর ছলনাময়ী প্রতারকের বদনামে আখ্যায়িত করে।
তুমি চলে যাচ্ছো, তুমি চলে যাচ্ছে, তুমি চলে যাচ্ছো, আমার গোটা হৃদয়টাকে চিতা বানিয়ে, চোখ দু’টোকে শ্রাবণ বানিয়ে, মনটাকে কুয়াশার চাঁদরে ঢেকে দিয়ে, চলে যাচ্ছো, চলে যাচ্ছো, চলে যাচ্ছো, চ লে যা চ্ছো!



 

Show all comments
  • সোহেল রানা ৬ মার্চ, ২০২০, ১২:৩৯ এএম says : 1
    ভালো লাগলো। মঙ্গল কামনা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতির পিতা

৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন