প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবিটির প্রথম মুক্তির কথা ছিল গেল বছরের বিজয় দিবসে। তা পরিবর্তন করে চলতি বছর ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারিখ নির্ধারণ হয় ১৩ মার্চ। এ তারিখেও মুক্তি পাচ্ছে না আবদুন নূর সজল ও পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি।
তারিখ পরিবর্তন হওয়ার কারণে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি বার্তাও দেওয়া হয় ফেসবুকে।
‘জ্বীন ও মুক্তির তারিখ’ শিরোনামে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “জ্বীন” সিনেমার মুক্তির তারিখ আমরা ১৩ মার্চ ঘোষণা করেছিলাম। অনেকেই ধারণা করে, এর আগে আমরা ১৪ ফেব্রুয়ারি “জ্বীন” সিনেমার মুক্তির তারিখ বলেছিলাম। সবাইকে জানাতে চাই, জাজ কখনোই বলে নাই যে “জ্বীন” ১৪ ফেব্রুয়ারি মুক্তি দিবে। আমরা একটি মাত্র মুক্তির তারিখ বলেছিলাম, ১৩ মার্চ।
আপনারা জানেন “জ্বীন” সিনেমাতে অনেক VFX (ভিএফএক্স)-এর কাজ আছে। এই VFX এর সাবজেক্ট আমরা হলিউডে তৈরি করে এর মোশন মুম্বাইয়ের রেড চিলিতে করাই। আর কোলকাতায় শুধু এর রেন্ডারিং হবে। এখন দেখা যাচ্ছে এর রেন্ডারিংও কোলকাতায় হচ্ছে না। প্রতি ফ্রেম রেন্ডারিং হতে সময় নিচ্ছে ২ ঘণ্টা। সারা দিনে ১২ ফ্রেম রেন্ডারিং হতে পারে। অর্থাৎ প্রতিদিন আধা সেকেন্ড ফুটেজ রেন্ডারিং হয়। আর সিনেমাতে VFX আছে ১০ মিনিটেরও বেশি।
বাধ্য হয়েই আবার মুম্বাইতে ব্যাক করতে হয়েছে। এখন মুম্বাইতে রেন্ডারিং হচ্ছে। এই অবস্থায় আমাদের পক্ষে ১৩ মার্চ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। জাজ যতক্ষণ না পারফেক্ট VFX হবে ততক্ষণ “জ্বীন” সিনেমা মুক্তি দিবে না। এবার সব কাজ শেষ করে সিনেমা সেন্সর করে তবেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
সবশেষে তারা জানান, ‘আমরা জানি আপনারা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ১৩ মার্চ “জ্বীন” সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য। কিন্তু আমরা ১৩ মার্চ মুক্তি দিতে পারলাম না। এই জন্য জাজ মাল্টিমিডিয়া পরিবার তার অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করছে ও সবার কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি, আপনারা বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন আর দিন শেষে আমরা একটি ভালো সিনেমা আপনাদের উপহার দিতে বদ্ধপরিকর।’
আবদুন নূর সজল-পূজা চেরির পাশাপাশি ‘জ্বীন’ ছবিতে জুটি হিসেবে আরও থাকছেন রোশান ও মুন। ভৌতিক গল্পের এই ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে এমনটাই জানিয়েছেন এর নির্মাতা নাদের চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।