Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের চার সিনেমার দুই সিনেমাই জাজ মাল্টিমিডিয়ার

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবার ঈদে চারটি সিনেমা মুক্তি পাবে। চারটি সিনেমা হচ্ছে, শিকারী, বাদশা, মেন্টাল ও সম্রাট । এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তি পাচ্ছে দুইটি সিনেমা। দুটিই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। অ্যাকশননির্ভর ‘শিকারী’তে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী। এর কাহিনী গড়ে উঠেছে একজন পেশাদার খুনির জীবন আর গল্পের আবহে। টার্গেট মিশনে বাংলাদেশ থেকে তাকে কলকাতায় নিয়ে আসে একটি চক্র। এরপরেই ঘটনার মোড় নিতে শুরু করে, ধীরে ধীরে এই মানুষটির মনে জন্ম নেয় আবেগ-ভালোবাসা ও মমতা। ‘শিকারী’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আবদল্লাহ জহির বাবু ও ভারতের পেলে চ্যাটার্জি। পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও কলকাতার জয়দেব মুখার্জী। এতে শাকিব আরও অভিনয় করছেন অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।
অন্যদিকে কলকাতার জিৎ এবং বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা’ পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শ্রদ্ধা দাসসহ অনেকে। ‘বাদশা’র চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনায় আছেন বাংলাদেশের ইমন সাহা ও কলকাতার জিৎ গাঙ্গুলী। এদিকে শামীম পরিচালিত মেন্টাল ও মোস্তফা কামাল রাজ পরিচালিত স¤্রাট দুই সিনেমায়ই রয়েছেন শাকিব। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন ছোটপর্দার তিশা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের চার সিনেমার দুই সিনেমাই জাজ মাল্টিমিডিয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ