প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আপত্তিকর টিকটক ভিডিও দিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন দলের মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়ানোর অভিযোগে ভারতীয় অভিনেতা এজাজ খানকে গ্রেফতার করেছেন মুম্বাই পুলিশ। সাবেক ‘বিগ বস’ প্রতিযোগীর কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর পুলিশের কাছে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে ভারতের আইটি অধ্যাদেশের ৬৭ ধারায় ইলেক্ট্রনিক আকারে অশ্লীল ও আপত্তিকর বিষয় বিলির অভিযোগে গ্রেফতার করা হয়। বলাই বাহুল্য অশ্লীলতা ছড়ানোর জন্য নয় বরং একভাবে প্রতিবাদ জানাবার জন্য তার এই বিপত্তি। জানা গেছে শিব সেনা কর্মী রমেশ সোলাঙ্কি অভিযোগ করেন এজাজ খান টিকটক ভিডিও দিয়ে তাবরেজ আনসারির (২৪) হত্যার প্রতিশোধ নেবার আহ্বান জানিয়েছেন। তাবরেজকে ১৭ জুন সাইকেল চুরির অভিযোগে সাত ঘণ্টা একটি থামের সঙ্গে বেঁধে পেটানো হয় এবং তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়। মুম্বাইয়ের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে তাকে গ্রেফতার করে। এর আগে এজাজ ৮টি এক্সটেসি ট্যাবলেট বহনের জন্য মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। ‘বিগ বস’ রিয়েলিটি শো ছাড়াও এজাজ (৩৯) ‘আল্লাহ কি বান্দে’, ‘সিংহম রিটার্নস’, ‘রক্ত চরিত্র’ এবং বুড্ডা হোগা তেরা বাপ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।